দুরাকাঙ্ক্ষা কবিতা [ durakhankka Kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা–কাব্যগ্রন্থের অংশ।
কাব্যগ্রন্থের নামঃ চিত্রা
কবিতার নামঃ দুরাকাঙ্ক্ষা

দুরাকাঙ্ক্ষা কবিতা । durakhankka Kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
কেন নিবে গেল বাতি?
আমি অধিক যতনে ঢেকেছিনু তারে
জাগিয়া বাসররাতি,
তাই নিবে গেল বাতি।
কেন ঝরে গেল ফুল?
আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে
চিন্তিত ভয়াকুল,
তাই ঝরে গেল ফুল।
কেন মরে গেল নদী?
আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে
পাইবারে নিরবধি-
তাই মরে গেল নদী।
কেন ছিঁড়ে গেল তার?
আমি অধিক আবেগে প্রাণপণ বলে
দিয়েছিনু ঝঙ্কার-
তাই ছিঁড়ে গেল তার।

আরও দেখুনঃ

স্ত্রীর বোন চায়ে তার কবিতা | strir bon chaye tar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ব্রিজটার প্ল্যান দিল কবিতা | bridge tar plan dilo kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
হাস্যদমনকারী গুরু কবিতা | hasyodomonkari guru kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
সর্দিকে সোজাসুজি কবিতা | sordike sojasuji kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রান্নার সব ঠিক কবিতা | rannar sob thik kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
