দোতলায় ধুপ্ধাপ্ কবিতাটি [ dotolay-dhupdhap kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
দোতলায় ধুপ্ধাপ্
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ দোতলায় ধুপ্ধাপ্
দোতলায় ধুপ্ধাপ্ কবিতা | dotolay dhupdhap kobita | খাপছাড়া-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
দোতলায় ধুপ্ধাপ্ হেমবাবু দেয় লাফ,
মা বলেন, একি খেলা ভূতের নাচন নেচে?
নাকি সুরে বেলা হেমা, “চলতে যে পারিনে, মা,
সকালে সর্দি লেগে যেমনি উঠেছি হেঁচে
অমনি যে খচ্ করে পা আমার মচ্কেছে।’

