ধনে জনে আছি , পূজা ১১৮ | Dhone jone achi

ধনে জনে আছি , পূজা ১১৮ | Dhone jone achi ‘রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়। রবীন্দ্রনাথের কবিতায় অন্যের সুরারোপিত গানগুলিকে ‘রবীন্দ্রসংগীত’ বর্গভুক্ত করা হয় না। এই কারণে জনপ্রিয় ‘দিনের শেষে ঘুমের দেশে’ (সুরকার: পঙ্কজকুমার মল্লিক) গানটিকে রবীন্দ্রসঙ্গীত পর্যায়ভুক্ত করা হয়নি।

 

ধনে জনে আছি , পূজা ১১৮ | Dhone jone achi

রাগ: সাহানা

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ভাদ্র, ১৩১৬

 

ধনে জনে আছি , পূজা ১১৮ | Dhone jone achi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ধনে জনে আছি:

ধনে জনে আছি জড়ায়ে হায়,

তবু জান, মন তোমারে চায়।

অন্তরে আছ হে অন্তর্যামী,

আমা চেয়ে আমায় জানিছ স্বামী–

সব সুখে দুখে ভুলে থাকায়

জান, মম মন তোমারে চায়।

ছাড়িতে পারি নি অহংকারে,

ঘুরে মরি শিরে বহিয়া তারে,

ছাড়িতে পারিলে বাঁচি যে হায়–

তুমি জান, মন তোমারে চায়।

যা আছে আমার সকলি কবে

নিজ হাতে তুমি তুলিয়া লবে।

সব ছেড়ে সব পাব তোমায়,

মনে মনে মন তোমারে চায়।

 

ধনে জনে আছি , পূজা ১১৮ | Dhone jone achi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

১৯০০ সালে শান্তিনিকেতনে বসবাস শুরু করার পর থেকে রবীন্দ্রসংগীত রচনার তৃতীয় পর্বের সূচনা ঘটে।এই সময় রবীন্দ্রনাথ বাউল গানের সুর ও ভাব তার নিজের গানের অঙ্গীভূত করেন।প্রথম বিশ্বযুদ্ধের পর রবীন্দ্রনাথের গান রচনার চতুর্থ পর্বের সূচনা হয়। কবির এই সময়কার গানের বৈশিষ্ট্য ছিল নতুন নতুন ঠাটের প্রয়োগ এবং বিচিত্র ও দুরূহ সুরসৃষ্টি। তার রচিত সকল গান সংকলিত হয়েছে গীতবিতান গ্রন্থে। এই গ্রন্থের “পূজা”, “প্রেম”, “প্রকৃতি”, “স্বদেশ”, “আনুষ্ঠানিক” ও “বিচিত্র” পর্যায়ে মোট দেড় হাজার গান সংকলিত হয়। পরে গীতিনাট্য, নৃত্যনাট্য, নাটক, কাব্যগ্রন্থ ও অন্যান্য সংকলন গ্রন্থ থেকে বহু গান এই বইতে সংকলিত হয়েছিল।

 

ধনে জনে আছি , পূজা ১১৮ | Dhone jone achi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুনঃ

মন্তব্য করুন