Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ধরাতল কবিতা । ghoratol kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ধরাতল কবিতাটি [ somapti  kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ। এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ ধরাতল .

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ধরাতল কবিতা । ghoratol kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ছোটো কথা, ছোটো গীত, আজি মনে আসে।

চোখে পড়ে যাহা-কিছু হেরি চারি পাশে।

আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী,

কূলে কূলে দেখা যায় শ্যামল ধরণী।

সবই বলে, “যাই যাই” নিমেষে নিমেষে,

ক্ষণকাল দেখি ব’লে দেখি ভালোবেসে।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তীর হতে দুঃখ সুখ দুই ভাইবোনে

মোর মুখপানে চায় করুণ নয়নে।

ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে,

মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে।

যবে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়ানে

আমার পরান হতে ধরার পরানে–

ভালোমন্দ দুঃখসুখ অন্ধকার-আলো,

মনে হয়, সব নিয়ে এ ধরণী ভালো।

আরও দেখুনঃ

আইডিয়াল নিয়ে থাকে কবিতা | idial niye thake kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

শিমূল রাঙা রঙে চোখেরে দিল ভ’রে কবিতা | Shimul ranga ronge chokere dilo bhore | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কাঁধে মই বলে কই ভূঁইচাপা কবিতা | kadhe moi bole koi bhuichapa | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বলিয়াছিনু মামারে কবিতা | boliyachhinu mamare kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পেন্সিল টেনেছিনু হপ্তায় সাতদিন কবিতা | pensil tenechhinu hoptay satdin kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version