Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ননীলাল বাবু যাবে লঙ্কা কবিতা | nanilal babu jabe lonka kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ননীলাল বাবু যাবে লঙ্কা-কবিতাটি [ nanilal babu jabe-lonka kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

ননীলাল বাবু যাবে লঙ্কা

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ ননীলাল বাবু যাবে লঙ্কা

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ননীলাল বাবু যাবে লঙ্কা-কবিতা | nanilal babu-jabe lonka kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

     ননীলাল-বাবু যাবে লঙ্কা;

         শ্যালা শুনে এল, তার

                    ডাক-নাম টঙ্কা।

বলে, “হেন উপদেশ তোমারে দিয়েছে সে কে,

আজও আছে রাক্ষস, হঠাৎ চেহারা দেখে

  রামের সেবক ব’লে করে যদি শঙ্কা।

আকৃতি প্রকৃতি তব হতে পারে জম্‌কালো,

দিদি যা বলুন, মুখ নয় কভু কম কালো —

     খামকা তাদের ভয় লাগিবে আচমকা।

            হয়তো বাজাবে রণডঙ্কা।’

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

 

আরও দেখুনঃ 

Exit mobile version