নম্রতা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Nomrota Kobita ]

নম্রতা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Nomrota Kobita ]। কাব্যগ্রন্থ : কণিকা। কবিতার শিরোনামঃ নম্রতা

নম্রতা কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Nomrota Kobita ]

নম্রতা nomrota [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

cropped 512x512 2 নম্রতা কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Nomrota Kobita ]

 

কহিল কঞ্চির বেড়া, ওগো পিতামহ

বাঁশবন, নুয়ে কেন পড় অহরহ?

আমরা তোমারি বংশে ছোটো ছোটো ডাল,

তবু মাথা উঁচু করে থাকি চিরকাল।

বাঁশ কহে, ভেদ তাই ছোটোতে বড়োতে,

নত নই, ছোটো নাহি হই কোনোমতে।ৱ

 

নম্রতা nomrota [ কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও পড়ুনঃ

মন্তব্য করুন