Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

নামজাদা দানুবাবু কবিতা | খাপছাড়া কাব্যগ্রন্থ | Namjada Danubabu Kobita

“নামজাদা দানুবাবু” রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের একটি ব্যঙ্গাত্মক রসিক কবিতা। এতে কবি সমাজের ভণ্ড দানশীলদের কটাক্ষ করেছেন, যারা বাহ্যিকভাবে দান-ধর্মে উৎসাহী দেখালেও বাস্তবে নিজেদের স্বার্থে তা ব্যবহার করে। নাম ও খ্যাতির মোহে, প্রকৃত সেবা বা ত্যাগের মনোভাব ছাড়া, কেবল বাহ্যিক আড়ম্বর দিয়ে পুণ্য অর্জনের ভাণ—এই কবিতার মূল ব্যঙ্গবস্তু।

কবিতার মৌলিক তথ্য

 

নামজাদা দানুবাবু কবিতা

নামজাদা-দানুবাবু

       রীতিমতো খর্‌চে,

অথচ ভিটেয় তার

       ঘুঘু সদা চরছে।

দানধর্মের ‘পরে

       মন তার নিবিষ্ট,

রোজগার করিবার

       বেলা জপে “শ্রীবিষ্ণু’,

চাঁদার খাতাটা তাই

       দ্বারে দ্বারে ধরছে।

এই ভাবে পুণ্যের

       খাতা তার ভরছে।

 

Exit mobile version