নাম তার ভেলুরাম কবিতা | nam tar bheluram kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নাম তার ভেলুরাম কবিতাটি [ nam tar-bheluram kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

নাম তার-ভেলুরাম ধুনিচাঁদ শিরত্থ,

ফাটা এক তম্বুরা কিনেছে সে নিরর্থ।

       সুরবোধ-সাধনায়

       ধুরপদে বাধা নাই,

পাড়ার লোকেরা তাই হারিয়েছে ধীরত্ব–

অতি-ভালোমানুষেরও বুকে জাগে বীরত্ব॥

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

মন্তব্য করুন