নিমন্ত্রণ প্রহাসিনী কবিতা | nimontron kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নিমন্ত্রণ প্রহাসিনী কবিতা [ nimontron-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রহাসিনী কাব্যগ্রন্থের অংশ।

নিমন্ত্রণ

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ প্রহাসিনী

কবিতার নামঃ নিমন্ত্রণ

 

নিমন্ত্রণ প্রহাসিনী কবিতা | nimontron kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

নিমন্ত্রণ প্রহাসিনী কবিতা | nimontron-kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রজাপতি যাঁদের সাথে

      পাতিয়ে আছেন সখ্য,

আর যাঁরা সব প্রজাপতির

      ভবিষ্যতের লক্ষ্য,

উদরায়ণ উদার ক্ষেত্রে

      মিলুন উভয় পক্ষ,

রসনাতে রসিয়ে উঠুক

      নানারসের ভক্ষ্য।

সত্যযুগে দেবদেবীদের

      ডেকেছিলেন দক্ষ

অনাহূত পড়ল এসে

      মেলাই যক্ষ রক্ষ,

আমরা সে ভুল করব না তো,

      মোদের অন্নকক্ষ

দুই পক্ষেই অপক্ষপাত

      দেবে ক্ষুধার মোক্ষ।

 

 

নিমন্ত্রণ কবিতা | nimontron kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

আজো যাঁরা বাঁধন-ছাড়া

      ফুলিয়ে বেড়ান বক্ষ

বিদায়কালে দেব তাঁদের

      আশিস লক্ষ লক্ষ–

“তাদের ভাগ্যে অবিলম্বে

      জুটুন কারাধ্যক্ষ।”

এর পরে আর মিল মেলে না

      য র ল ব হ ক্ষ।

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

মন্তব্য করুন