পথের পথিক করেছ আমায় pother pothik korechho amay [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

পথের পথিক করেছ আমায় pother pothik korechho amay [ কবিতা ]

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]

কবি-তার শিরোনামঃ পথে-র পথিক করেছ আমায়

পথের পথিক করেছ আমায় pother pothik korechho amay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর

পথের পথিক করেছ আমায় pother pothik korechho amay [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

পথে-র পথিক করেছ আমায়

      সেই ভালো ওগো, সেই ভালো।

আলেয়া জ্বালালে প্রান্তরভালে

      সেই আলো মোর সেই আলো।

      ঘাটে বাঁধা ছিল খেয়াতরী,

      তাও কি ডুবালে ছল করি।

সাঁতারিয়া পার হব বহি ভার

      সেই ভালো মোর সেই ভালো।

পথের পথিক করেছ আমায় pother pothik korechho amay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ঝড়ের মুখে যে ফেলেছ আমায়

      সেই ভালো ওগো, সেই ভালো।

সব সুখজালে বজ্র জ্বালালে

      সেই আলো মোর সেই আলো।

      সাথি যে আছিল নিলে কাড়ি–

      কী ভয় লাগালে, গেল ছাড়ি–

একাকীর পথে চলিব জগতে

      সেই ভালো মোর সেই ভালো।

পথের পথিক করেছ আমায় pother pothik korechho amay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কোনো মান তুমি রাখ নি আমার

      সেই ভালো ওগো, সেই ভালো।

হৃদয়ের তলে যে আগুন জ্বলে

      সেই আলো মোর সেই আলো।

      পাথেয় যে ক’টি ছিল কড়ি

      পথে খসি কবে গেছে পড়ি,

শুধু নিজবল আছে সম্বল

      সেই ভালো মোর সেই ভালো।

পথের পথিক করেছ আমায় pother pothik korechho amay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও পড়ুনঃ

Amar Rabindranath Logo

মন্তব্য করুন