Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

পাড়াতে এসেছে এক কবিতা | parate esechhe ek nari tepa kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পাড়াতে এসেছে এক কবিতাটি [ parate esechhe-ek nari tepa kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

পাড়াতে এসেছে এক

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ পাড়াতে-এসেছে এক

পাড়াতে এসেছে এক কবিতা | parate esechhe-ek nari tepa kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পাড়াতে-এসেছে এক

     নাড়িটেপা ডাক্তার,

দূর থেকে দেখা যায়

     অতি উঁচু নাক তার।

নাম লেখে ওষুধের,

এ দেশের পশুদের

সাধ্য কী পড়ে তাহা

     এই বড়ো জাঁক তার।

যেথা যায় বাড়ি বাড়ি

দেখে যে ছেড়েছে নাড়ী,

পাওনাটা আদায়ের

     মেলে না যে ফাঁক তার।

গেছে নির্বাকপুরে

     ভক্তের ঝাঁক তার।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Exit mobile version