Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

পুরানো জানিয়া চেয়ো , প্রেম ৭৫ | Purano janiya cheyo

পুরানো জানিয়া চেয়ো , প্রেম ৭৫ | Purano janiya cheyo  রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

পুরানো জানিয়া চেয়ো , প্রেম ৭৫ | Purano janiya cheyo

রাগ: কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ৯ ফাল্গুন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ ফেব্রুয়ারি, ১৯২৭

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

পুরানো জানিয়া চেয়ো:

পুরানো জানিয়া চেয়ো না আমারে আধেক আঁখির কোণে অলস অন্যমনে।

আপনারে আমি দিতে আসি যেই জেনো জেনো সেই শুভ নিমেষেই

জীর্ণ কিছুই নেই কিছু নেই, ফেলে দিই পুরাতনে॥

আপনারে দেয় ঝরনা আপন ত্যাগরসে উচ্ছলি–

লহরে লহরে নূতন নূতন অর্ঘ্যের অঞ্জলি।

মাধবীকুঞ্জ বার বার করি বনলক্ষ্মীর ডালা দেয় ভরি–

বারবার তার দানমঞ্জরী নব নব ক্ষণে ক্ষণে॥

তোমার প্রেমে যে লেগেছে আমায় চির নূতনের সুর।

সব কাজে মোর সব ভাবনায় জাগে চিরসুমধুর।

মোর দানে নেই দীনতার লেশ, যত নেবে তুমি না পাবে শেষ–

আমার দিনের সকল নিমেষ ভরা অশেষের ধনে॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও দেখুন :

Exit mobile version