পূর্ণ মিলন
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ পূর্ণ-মিলন
![পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
Table of Contents
পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
নিশিদিন কাঁদি সখী মিলনের তরে
যে মিলন ক্ষুধাতুর মৃত্যুর মতন।
লও লও বেঁধে লও কেড়ে লও মোরে–
লও লজ্জা, লও বস্ত্র, লও আবরণ।
এ তরুণ তনুখানি লহ চুরি করে–
আঁখি হতে লও ঘুম, ঘুমের স্বপন।
জাগ্রত বিপুল বিশ্ব লও তুমি হরে,
অনন্ত কালের মোর জীবন মরণ।
বিজন বিশ্বের মাঝে মিলনশ্মশানে
নির্বাপিত সূর্যালোক লুপ্ত চরাচর,
লাজমুক্ত বাসমুক্ত দুটি নগ্ন প্রাণে
তোমাতে আমাতে হই অসীম সুন্দর।
এ কী দুরাশার স্বপ্ন, হায় গো ঈশ্বর,
তোমা ছাড়া এ মিলন আছে কোন্খানে!
![পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-2.jpg)
আরও দেখুনঃ
![পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 4 যোগাযোগ](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/09/Amar-Rabindranath-Logo-300x240.jpeg)
![পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 1 পূর্ণ মিলন purno milan [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/পূর্ণ-মিলন-purno-milan-কবিতা-রবীন্দ্রনাথ-ঠাকুর.gif)