Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

পোড়ো বাড়ি porho baarhi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

পোড়ো বাড়ি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ছবি ও গান 

কবিতার শিরনামঃ পোড়ো বাড়ি

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

পোড়ো বাড়ি porho baarhi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

চারি দিকে কেহ নাই, একা ভাঙা বাড়ি,

  সন্ধ্যে বেলা ছাদে বসে ডাকিতেছে কাক।

নিবিড় আঁধার, মুখ বাড়ায়ে রয়েছে

  যেথা আছে ভাঙা ভাঙা প্রাচীরের ফাঁক।

পড়েছে সন্ধ্যার ছায়া অশথের গাছে,

  থেকে থেকে শাখা তার উঠিছে নড়িয়া।

ভগ্ন শুষ্ক দীর্ঘ এক দেবদারু তরু

  হেলিয়া ভিত্তির ‘পরে রয়েছে পড়িয়া।

আকাশেতে উঠিয়াছে আধখানি চাঁদ,

  তাকায় চাঁদের পানে গৃহের আঁধার।

প্রাঙ্গণে করিয়া মেলা উর্ধ্বমুখ হয়ে

  চন্দ্রালোকে শৃগালেরা করিছে চীৎকার।

শুধাই রে, ওই তোর ঘোর স্তব্ধ ঘরে

  কখনো কি হয়েছিল বিবাহ-উৎসব?

কোনো রজনীতে কি রে ফুল্ল দীপালোকে

  উঠেছিল প্রমোদের নৃত্যগীত রব?

হোথায় কি প্রতি দিন সন্ধ্যা হয়ে এলে

  তরুণীরা সন্ধ্যাদীপ জ্বালাইয়া দিত?

মায়ের কোলেতে শুয়ে চাঁদেরে দেখিয়া

  শিশুটি তুলিয়া হাত ধরিতে চাহিত?

বালকেরা বেড়াত কি কোলাহল করি?

  আঙিনায় খেলিত কি কোনো ভাইবোন?

মিলে মিশে স্নেহে প্রেমে আনন্দে উল্লাসে

  প্রতিদিবসের কাজ হত সমাপন?

কোন্‌ ঘরে কে ছিল রে! সে কি মনে আছে?

  কোথায় হাসিত বধূ শরমের হাস–

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বিরহিণী কোন্‌ ঘরে কোন্‌ বাতায়নে

  রজনীতে একা বসে ফেলিত নিশ্বাস?

যেদিন শিয়রে তোর অশথের গাছ

  নিশীথের বাতাসেতে করে মর্‌ মর্‌,

ভাঙা জানালার কাছে পশে অতি ধীরে

  জাহ্নবীর তরঙ্গের দূর কলস্বর–

সে রাত্রে কি তাদের আবার পড়ে মনে

  সেই সব ছেলেদের সেই কচি মুখ–

কত স্নেহময়ী মাতা তরুণ তরুণী

  কত নিমেষের কত ক্ষুদ্র সুখ দুখ?

মনে পড়ে সেই সব হাসি আর গান–

  মনে পড়ে–কোথা তারা, সব অবসান!

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version