Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

প্রণাম কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রণাম কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : পরিশেষ [ ১৯৩২ ]

কবিতার শিরোনামঃ প্রণাম

প্রণাম কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

অর্থ কিছু বুঝি নাই, কুড়ায়ে পেয়েছি কবে জানি

নানা বর্ণে-চিত্র-করা বিচিত্রের নর্মবাঁশিখানি

যাত্রাপথে। সে-প্রত্যুষে প্রদোষের আলো অন্ধকার

প্রথম মিলনক্ষণে লভিল পুলক দোঁহাকার

রক্ত-অবগুণ্ঠনচ্ছায়ায়। মহামৌন-পারাবারে

প্রভাতের বাণীবন্যা চঞ্চলি মিলিল শতধারে

তুলিল হিল্লোলদোল। কত যাত্রী গেল কত পথে

দুর্লভ ধনের লাগি অভ্রভেদী দুর্গম পর্বতে

দুস্তর সাগর উত্তরিয়া। শুধু মোর রাত্রিদিন,

শুধু মোর আনমনে পথ-চলা হল অর্থহীন।

গভীরের স্পর্শ চেয়ে ফিরিয়াছি, তার বেশি কিছু

হয় নি সঞ্চয় করা, অধরার গেছি পিছু পিছু।

আমি শুধু বাঁশরিতে ভরিয়াছি প্রাণের নিশ্বাস,

বিচিত্রের সুরগুলি গ্রন্থিবারে করেছি প্রয়াস

আপনার বীণার তন্তুতে। ফুল ফোটাবার আগে

ফাল্গুনে তরুর মর্মে বেদনার যে স্পন্দন জাগে

আমন্ত্রণ করেছিনু তারে মোর মুগ্ধ রাগিণীতে

উৎকণ্ঠাকম্পিত মূর্ছনায়। ছিন্ন পত্র মোর গীতে

ফেলে গেছে শেষ দীর্ঘশ্বাস। ধরণীর অন্তঃপুরে

রবিরশ্মি নামে যবে, তৃণে তৃণে অঙ্কুরে অঙ্কুরে

যে-নিঃশব্দ হুলুধ্বনি দূরে দূরে যায় বিস্তারিয়া

ধূসর যবনি-অন্তরালে, তারে দিনু উৎসারিয়া

এ বাঁশির রন্ধ্রে রন্ধ্রে; যে-বিরাট গূঢ় অনুভবে

রজনীর অঙ্গুলিতে অক্ষমালা ফিরিছে নীরবে

আলোকবন্দনামন্ত্র জপে — আমার বাঁশিরে রাখি

আপন বক্ষের ‘পরে, তারে আমি পেয়েছি একাকী

হৃদয়কম্পনে মম; যে বন্দী গোপন গন্ধখানি

কিশোরকোরক মাঝে স্বপ্নস্বর্গে ফিরিছে সন্ধানি

পূজার নৈবেদ্যডালি, সংশয়িত তাহার বেদনা

সংগ্রহ করেছে গানে আমার বাঁশরি কলস্বনা।

চেতনাসিন্ধুর ক্ষুব্ধ তরঙ্গের মৃদঙ্গগর্জনে

নটরাজ করে নৃত্য, উন্মুখর অট্টহাস্যসনে

অতল অশ্রুর লীলা মিলে গিয়ে কলরলরোলে

উঠিতেছে রণি রণি, ছায়ারৌদ্র সে দোলায় দোলে

অশ্রান্ত উল্লোলে। আমি তীরে বসি তারি রুদ্রতালে

গান বেঁধে লভিয়াছি আপন ছন্দের অন্তরালে

অনন্তের আনন্দবেদনা। নিখিলের অনুভূতি

সংগীতসাধনা মাঝে রচিয়াছে অসংখ্য আকূতি।

এই গীতিপথপ্রান্তে হে মানব, তোমার মন্দিরে

দিনান্তে এসেছি আমি নিশীথের নৈঃশব্দ্যের তীরে

আরতির সান্ধ্যক্ষণে; একের চরণে রাখিলাম

বিচিত্রের নর্মবাঁশি– এই মোর রহিল প্রণাম।

আরও পড়ুনঃ

কাণ্ডারী গো,যদি এবার kandari go jodi ebar [ কবি-তা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘ বলেছে যাব যাব megh bolechhe jabo jabo [ কবি-তা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

ফুল তো আমার ফুরিয়ে গেছে phul to amar phuriye gechhe [ কবি-তা ] – রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version