প্রভেদ কবিতা | probhed kobita | বিচিত্রতা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

প্রভেদ কবিতা [ probhed-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর বিচিত্রতা কাব্যগ্রন্থের অংশ।

প্রভেদ

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ বিচিত্রতা

কবিতার নামঃ প্রভেদ

 

প্রভেদ কবিতা | probhed kobita | বিচিত্রতা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

 

প্রভেদ কবিতা | probhed-kobita | বিচিত্রতা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

তোমাতে আমাতে আছে তো প্র’ভেদ

           জানি তা বন্ধু, জানি,

     বিচ্ছেদ তবু অন্তরে নাহি মানি।

           এক জ্যোৎস্নায় জেগেছি দুজনে

           সারারাত-জাগা পাখির কূজনে,

           একই বসন্তে দোঁহাকার মনে

                 দিয়েছে আপন বাণী।

তুমি চেয়ে আছ আলোকের পানে,

                 পশ্চাতে মোর মুখ–

     অন্তরে তবু গোপন মিলনসুখ।

           প্রবল প্রবাহে যৌবনবান

           ভাসায়েছে দুটি দোলায়িত প্রাণ,

           নিমেষে দোঁহারে করেছে সমান

                    একই আবর্তে টানি।

প্রভেদ কবিতা | probhed kobita | বিচিত্রতা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সোনার বর্ণ মহিমা তোমার

           বিশ্বের মনোহর,

     আমি অবনত পাণ্ডুর কলেবর।

           উদাস বাতাসে পরান কাঁপায়ে

           অগৌরবের শরম ছাপায়ে

           আমারে তোমার বসাইল বাঁয়ে,

                    একাসনে দিল আনি।

           নবারুণরাগে রাঙা হয়ে গেল

                   কালো ভেদরেখাখানি।

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

মন্তব্য করুন