প্রেম-মরীচিকা
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : শৈশব সঙ্গীত
কবিতার শিরনামঃ প্রেম-মরীচিকা
![প্রেম-মরীচিকা prem marichika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 প্রেম-মরীচিকা prem marichika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
Table of Contents
প্রেম-মরীচিকা prem marichika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ও কথা বোল’ না তারে– কভু সে কপট না রে,
আমার কপালদোষে চপল সে জন!
অধীর হৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি,
সদাই মনের মত করে অন্বেষণ!
ভাল সে বাসিত যবে করে নি ছলনা।
মনে মনে জানিত সে, সত্য বুঝি ভালবাসে,
বুঝিতে পারে নি তাহা যৌবনকল্পনা।
হরষে হাসিত যবে হেরিয়ে আমায়
সে হাসি কি সত্য নয়?– সে যদি কপট হয়
তবে সত্য ব’লে কিছু নাহি এ ধরায়!
স্বচ্ছ দর্পণের মত বিমল সে হাস
হৃদয়ের প্রতি ছায়া করিত প্রকাশ।
তাহা কপটতাময়?– কখনো কখনো নয়,
কে আছে সে হাসি তার করে অবিশ্বাস।
ও কথা বোল’ না তারে, কভু সে কপট না রে,
আমার কপাল-দোষে চপল সে জন–
প্রেমমরীচিকা হেরি ধায় সত্য মনে করি,
চিনিতে পারে নি সে যে আপনার মন।
![প্রেম-মরীচিকা prem marichika [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বিষ ও সুধা bishh o sudhaa [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-3-2.jpg)
আরও দেখুনঃ