বউ নিয়ে লেগে গেল বকাবকি কবিতাটি [ bou niye lege gelo-bokaboki kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
বউ নিয়ে লেগে-গেল বকাবকি
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ বউ নিয়ে লেগে-গেল বকাবকি

বউ নিয়ে লেগে গেল বকাবকি কবিতা | bou niye lege gelo-bokaboki kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
বউ নিয়ে লেগে গেল বকাবকি
রোগা ফণী আর মোটা পঞ্চিতে,
মণিকর্ণিকা-ঘাটে ঠকাঠকি
যেন বাঁশে আর সরু কঞ্চিতে।
দুজনে না জানে এই বউ কার,
মিছেমিছি ভাড়া বাড়ে নৌকার,
পঞ্চি চেঁচায় শুধু হাউহাউ,–
“পারবিনে তুই মোরে বঞ্চিতে।’
বউ বলে, “বুঝে নিই দাউদাউ
মোর তরে জ্বলে ঐ কোন্ চিতে।’

আরও দেখুনঃ