Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বরের বাপের বাড়ি কবিতা | খাপছাড়া কাব্যগ্রন্থ | Borer Baper Bari Kobita

রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের “বরের বাপের বাড়ি” কবিতাটি সামাজিক রীতি-নীতি, বিয়ের আনুষ্ঠানিকতা এবং অর্থনৈতিক লেনদেনের ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরে। এখানে কবি রসিকতার ছলে দেখিয়েছেন, কিভাবে বিয়ের শোভাযাত্রার সঙ্গে সঙ্গে চলে পণ ও কাগজপত্রের হিসাব-নিকাশ। দইবাহক থেকে শুরু করে সইবাহক—সবাই যেন এই সামাজিক-অর্থনৈতিক মেলবন্ধনের অংশ। সংক্ষিপ্ত অথচ তীক্ষ্ণ এই কবিতায় বিয়ের সামাজিক বাস্তবতা ও কৌতুক দুই-ই ফুটে উঠেছে।

কবিতার মৌলিক তথ্য

 

বরের বাপের বাড়ি – কবিতার পাঠ

বরের-বাপের বাড়ি

     যেতেছে বৈবাহিক,

সাথে সাথে ভাঁড় হাতে

     চলেছে দই-বাহিক।

     পণ দেবে কত টাকা

     লেখাপড়া হবে পাকা,

দলিলের খাতা নিয়ে

     এসেছে সই-বাহিক।

 

Exit mobile version