বর এসেছে বীরের ছাঁদে কবিতাটি [ bor esechhe-birer chhade kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
বর এসেছে-বীরের ছাঁদে
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ বর এসেছে-বীরের ছাঁদে

বর এসেছে বীরের ছাঁদে কবিতা | bor esechhe-birer chhade kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
বর এসেছে-বীরের ছাঁদে,
বিয়ের লগ্ন আটটা।
পিতল-আঁটা লাঠি কাঁধে,
গালেতে গালপাট্টা।
শ্যালীর সঙ্গে ক্রমে ক্রমে
আলাপ যখন উঠল জমে,
রায়বেঁশে নাচ নাচের ঝোঁকে
মাথায় মারলে গাঁট্টা।
শ্বশুর কাঁদে মেয়ের শোকে,
বর হেসে কয়– “ঠাট্টা’!

আরও দেখুনঃ
- রাজা বসেছেন ধ্যানে raja bosechhen dhyane [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- কালুর খাবার শখ kalur khabar shokh [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- মন উড়ুউড়ু চোখ ঢুলুঢুলু mon uduudu chokh dhuludhulu [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ভয় নেই আমি আজ bhoy nei ami aj [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘাসে আছে ভিটামিন ghase achhe vitamin [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর