Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বলো, আমার সনে তোমার কবিতা | Bolo amar sone tomar Kobita | গীতালি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বলো, আমার সনে তোমার কবিতা [ Bolo, amarsone tomar Kobita ] টি রবীন্দ্রনাথ ঠাকুর এর গী-তালি কাব্যগ্রন্থ এর অন্তর্গত। গীতালি রবীন্দ্রনাথ ঠাকুর কর্ত্তৃক রচিত একটি বাংলা কাব্যগ্রন্থ। এটি ১৯১৪ সালে প্রকাশিত হয়। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “গীতাঞ্জলি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কবিতার নামঃ বলো, আমার সনে তোমার

কাব্যগ্রন্থের নামঃ গীতালি [ ১৯১৪ ]

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বলো, আমার সনে তোমার কবিতা | Bolo amar sone tomar Kobita | গীতালি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ব-লো,           আমার সনে তোমার কী শত্রুতা।

          আমায় মারতে কেন এতই ছুতা।

                   একে একে রতনগুলি

                   হার থেকে মোর নিলে খুলি,

          হাতে আমার রইল কেবল সুতা।

          গেয়েছি গান, দিয়েছি প্রাণ ঢেলে,

          পথের ‘পরে হৃদয় দিলেম মেলে।

                   পাবার বেলা হাত বাড়াতেই

                   ফিরিয়ে দিলে শূন্য হাতেই–

          জানি জানি তোমার দয়ালুতা।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
আরও পড়ুনঃ

Exit mobile version