Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বসন্ত আওল রে basanto aolo re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্ত আওল রে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী

কবিতার শিরনামঃ বসন্ত আওল রে

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বসন্ত আওল রে basanto aolo re [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্ত আওল-রে!

মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী

কানন ছাওল রে।

শুন শুন সজনী হৃদয় প্রাণ মম

হরখে আকুল ভেল,

জর জর রিঝসে দুখ জ্বালা সব

দূর দূর চলি গেল।

মরমে বহই বসন্তসমীরণ,

মরমে ফুটই ফুল,

মরমকুঞ্জ’পর বোলই কুহু কুহু

অহরহ কোকিলকুল।

সখি রে উছসত প্রেমভরে অব

ঢলঢল বিহ্বল প্রাণ,

নিখিল জগত জনু হরখ-ভোর ভই

গায় রভসরসগান।

বসন্তভূষণভূষিত ত্রিভুবন

কহিছে দুখিনী রাধা,

কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,

হৃদিবসন্ত সো মাধা?

ভানু কহত অতি গহন রয়ন অব,

বসন্তসমীর শ্বাসে

মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল

ফুল্ল বাসনা-বাসে।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version