বস্ত্র-হরণ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কণিকা
কবিতার শিরনামঃ বস্ত্র-হরণ
Table of Contents
বস্ত্রহরণ bastrahoron [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
“সংসারে জিনেছি’ ব’লে দুরন্ত মরণ
জীবন বসন তার করিছে হরণ।
যত বস্ত্রে টান দেয়, বিধাতার বরে।
বস্ত্র বাড়ি চলে তত নিত্যকাল ধ’রে।
আরও দেখুনঃ