Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বাজাও রে মোহন বাঁশি bajao re mohan bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাজাও রে মোহন বাঁশি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী

কবিতার শিরনামঃ বাজাও রে মোহন বাঁশি

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বাজাও রে মোহন বাঁশি bajao re mohan bashi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বজাও রে মোহন বাঁশি।

সারা দিবসক              বিরহদহনদুখ,

মরমক তিয়াষ নাশি।

রিঝমনভেদন          বাঁশরিবাদন

কঁহা শিখলি রে কান?

হানে থিরথির,            মরমঅবশকর

লহু বহু মধুময় বাণ।

ধসধস করতহ            উরহ বিয়াকুলু,

ঢুলু ঢুলু অবশনয়ান;

কত কত বরষক         বাত সোঁয়ারয়,

অধীর করয় পরান।

কত শত আশা           পূরল না বঁধু,

কত সুখ করল পয়ান।

পহু গো কত শত        পীরিতযাতন

হিয়ে বিঁধাওল বাণ।

হৃদয় উদাসয়,            নয়ন উছাসয়

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

  দারুণ মধুময় গান। সাধ যায় বঁধূ,             যমুনাবারিম

ডারিব দগধপরান।

সাধ যায় পহু,             রাখি চরণ তব

হৃদয়মাঝ হৃদয়েশ,

হৃদয়জুড়াওন            বদন-চন্দ্র তব

হেরব জীবনশেষ।

সাধ যায় ইহ              চন্দ্রমকিরণে,

কুসুমিত কুঞ্জবিতানে,

বসন্তবায়ে                  প্রাণ মিশায়ব

বাঁশিক সুমধুর গানে।

প্রাণ ভৈবে মঝু           বেণুগীতময়,

রাধাময় তব বেণু।

জয় জয় মাধব,           জয় জয় রাধা,

চরণে প্রণমে ভানু।

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version