Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বাদশার মুখখানা কবিতা | খাপছাড়া কাব্যগ্রন্থ | Badshar Mukhkhana Kobita

রবীন্দ্রনাথ ঠাকুরের খাপছাড়া কাব্যগ্রন্থের অন্তর্গত “বাদশার মুখখানা” একটি কৌতুক-ব্যঙ্গাত্মক কবিতা, যেখানে রাজসভার গাম্ভীর্য, ক্ষমতার অহংকার এবং সামাজিক আড়ম্বরের মূর্খতা তীক্ষ্ণ রসবোধের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই কবিতায় বাদশা ও মহিষীর কথোপকথনের মধ্য দিয়ে কবি ক্ষমতার অবসানহীন প্রদর্শন ও হাস্যকর দিকটি রসিকতার সাথে প্রকাশ করেছেন।

কবিতার মৌলিক তথ্য

 

দশার মুখখানা কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

বাদশার-মুখখানা

     গুরুতর গম্ভীর,

       মহিষীর হাসি নাহি ঘুচে;

কহিলা বাদশা-বীর,–

     “যতগুলো দম্ভীর

       দম্ভ মুছিব চেঁচে-পুঁছে।’

উঁচু মাথা হল হেঁট,

খালি হল ভরা পেট,

     শপাশপ্‌ পিঠে পড়ে বেত।

কভু ফাঁসি কভু জেল,

কভু শূল কভু শেল,

     কভু ক্রোক দেয় ভরা খেত।

মহিষী বলেন তবে,–

“দম্ভ যদি না র’বে

     কী দেখে হাসিব তবে, প্রভু।’

বাদশা শুনিয়া কহে,–

“কিছুই যদি না রহে

     হসনীয় আমি র’ব তবু।’

Exit mobile version