বার বার সখি বারণ করনু bar bar sokhi baron kornu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বার বার সখি বারণ করনু

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ বার বার, সখি, বারণ করনু

বার বার সখি বারণ করনু bar bar sokhi baron kornu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বার বার সখি বারণ করনু bar bar sokhi baron kornu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বার বার, সখি, বারণ করনু   ন যাও মথুরাধাম
বিসরি প্রেমদুখ রাজভোগ যথি   করত হমারই শ্যাম।
ধিক্ তুঁহু দাম্ভিক, ধিক্ রসনা ধিক্,   লইলি কাহারই নাম।
বোল ত সজনি, মথুরা‐অধিপতি   সো কি হমারই শ্যাম।
ধনকো শ্যাম সো, মথুরাপুরকো,   রাজ্যমানকো হোয়।
নহ পীরিতিকো, ব্রজকামিনীকো,   নিচয় কহনু ময় তোয়।

ভগ্নহৃদয় একবিংশ সর্গ bhagno hriday ekobingso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যব তুঁহু ঠারবি সো নব নরপতি   জনি রে করে অবমান—
ছিন্নকুসুমসম ঝরব ধরা‐’পর,   পলকে খোয়ব প্রাণ।
বিসরল বিসরল সো সব বিসরল   বৃন্দাবনসুখসঙ্গ—
নব নগরে, সখি, নবীন নাগর—   উপজল নব নব রঙ্গ।
ভানু কহত, অয়ি বিরহকাতরা,   মনমে বাঁধহ থেহ—
মুগুধা বালা, বুঝই বুঝলি না   হমার শ্যামক লেহ॥

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন