Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বিজনে bijane [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বিজনে

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ বিজ’নে

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বিজনে bijane [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আমারে ডেকো না আজি, এ নহে সময়–

একাকী রয়েছি হেথা গভীর বিজন,

রুধিয়া রেখেছি আমি অশান্ত হৃদয়,

দুরন্ত হৃদয় মোর করিব শাসন।

মানবের মাঝে গেলে এ যে ছাড়া পায়,

সহস্রের কোলাহলে হয় পথহারা,

লুব্ধ মুষ্টি যাহা পায় আঁকড়িতে চায়,

চিরদিন চিররাত্রি কেঁদে কেঁদে সারা।

ভর্ৎসনা করিব তারে বিজ’নে বিরলে,

একটুকু ঘুমাক সে কাঁদিয়া কাঁদিয়া,

শ্যামল বিপুল কোলে আকাশ-অঞ্চলে

প্রকৃতি জননী তারে রাখুন বাঁধিয়া।

শান্ত স্নেহকোলে বসে শিখুক সে স্নেহ,

আমারে আজিকে তোরা ডাকিস নে কেহ।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version