Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

বিরহ biraha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বিরহ

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ছবি ও গান 

কবিতার শিরনামঃ বিরহ

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বিরহ biraha [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ধীরে ধীরে প্রভাত হল,           আঁধার মিলায়ে গেল

                   উষা হাসে কনকবরণী,

বকুল গাছের তলে                কুসুম রাশির পরে

                   বসিয়া পড়িল সে রমণী,

আঁখি দিয়া ঝরঝরে               অশ্রুবারি ঝ’রে পড়ে

                   ভেঙে যেতে চায় যেন বুক,

রাঙা রাঙা অধর দুটি              কেঁপে কেঁপে ওঠে কতো,

                   করতলে সকরুণ মুখ।

অরুণ আঁখির ‘পরে,              অরুণের আভা পড়ে,

                   কেশপাশে অরুণ লুকায়,

দুই হাতে মুখ ঢাকে               কার নাম ধরে ডাকে

                   কেন তার সাড়া নাহি পায়।

বহিছে প্রভাত-বায়                আঁচলে লুটিয়ে যায়,

                   মাথায় ঝরিয়ে পড়ে ফুল,

ডালপালা দোলে ধীরে             কাননে সরসীতীরে

                   ফুটে ওঠে মল্লিকা মুকুল।

পা দুখানি ছড়াইয়া                 পুরবের পানে চেয়ে

                   ললিতে প্রাণের গান গায়

গাহিতে গাহিতে গান,             সব যেন অবসান

                   যেন সব-কিছু ভুলে যায়।

প্রাণ যেন গানে মিশে,             অনন্ত আকাশ-মাঝে

                   উদাসী হইয়ে চ’লে যায়,

ব’সে ব’সে শুধু গান গায়।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version