Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ bhagno hriday choturtringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ bhagno hriday choturtringso sorgo [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভগ্নহৃদয়

কবিতার শিরোনামঃ ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভগ্নহৃদয় চতুস্ত্রিংশ সর্গ bhagno hriday choturtringso sorgo [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

শয্যায় শয়ান ললিতা। অনিলের প্রবেশ
ললিতার গান
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
বায়ু! বায়ু! কি দেখিতে আসিয়াছে হেথা
          কৌতুকে আকুল!
আমি    একটি জুঁই ফুল!
সারা রাত এ মাথায় প’ড়েছে শিশির–
          গণেছি কেবল!
প্রভাতে বড়ই শ্রান্ত ক্লান্ত, হে সমীর,
          অতি হীনবল!
ভাঙ্গা বৃন্তে ভর করি   রয়েছি জীবন ধরি
          জীবনে উদাস!
ওগো   উষার বাতাস!
শ্রান্ত মাথা  পড়ে নুয়ে–  চাহিয়া রয়েছে ভুঁয়ে
          মর’-মর’ একটি জুঁই ফুল!
কাছেতে এস না স’রে– একখানি পড়িবে ঝ’রে
          সুকুমার একটি জুঁই ফুল!
ও ফুল গোলাপ নয়   সুষমাসুরভিময়,
          নহে চাঁপা, নহে গো বকুল!
ও নহে গো মৃণালিনী   তপনের আদরিণী,
          ও শুধু একটি জুঁই ফুল!
ওরে আসিয়াছ দিতে কি সংবাদ হায়
          হে প্রভাতবায়?
প্রভাতে নলিনী আজি হাসিছে সরসে?
          হাসুক সরসে!
শিশিরে গোলাপগুলি কাঁদিছে হরষে?
          কাঁদুক হরষে!
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
ও এখনি বৃন্ত হ’তে কঠিন মাটিতে
          পড়িবে ঝড়িয়া–
শান্তিতে মরে গো যেন মরিবার কালে,
          যাও গো সরিয়া!
মুখখানি ধীরে ধীরে দেখিতেছ তুলে
          দাঁড়াইয়া কাছে–
দেখিবারে– ক্ষুদ্র জুঁই মুখ নত করি
          অভিমান ক’রে বুঝি আছে!
নয় নয়, তাহা নয়,   সে সকল খেলা নয়–
          ফুরায় জীবন!
তবে যাও, চ’লে যাও–  আর কোন ফুলে যাও
          প্রভাতপবন!
ওরে কি শুধতে আছে প্রেমের বারতা
          মর’-মর’ যবে?
একটি কহে নি কথা, অনেক সহেছে–
মরমে মরমে কীট অনেক বহেছে–
আজ মরিবার কালে শুধাইছ কেন?
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
          কথা নাহি ক’বে!
ও যখন মাটি-‘পরে পড়িবে ঝরিয়া
          ওরে ল’য়ে খেলাস নে তুই!
উড়ায়ে যাস নে ল’য়ে হেথা হ’তে হোথা!
          ক্ষুদ্র এক জুঁই!
যেথাই খসিয়া পড়ে   সেথা যেন থাকে প’ড়ে,
          ঢেকে দিস শুকানো পাতায়!
ক্ষুদ্র জুঁই ছিল কিনা   কেহই ত জানিত না,
          মরিলেও জানিবে না তায়!
কাননে হাসিত চাঁপা, হাসিত গোলাপ
          আমি যবে মরিতাম কাঁদি,
আজো হাসিবেক তারা শাখায় শাখায়
          হাতে হাতে বাঁধি!
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
সে অজস্র হাসি-মাঝে   সে হরষরাশি-মাঝে
          ক্ষুদ্র এই বিষাদের হইবে সমাধি!
সমাপ্তি
আরও পড়ুনঃ
                                বাদর বরখন bador borkhon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
Exit mobile version