ভিক্ষা ও উপার্জন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ : কণিকা [ Bhikkha O Uparjon ]

ভিক্ষাওউপার্জন bhikkha o uparjon [ কবিতা ]

– রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কণিকা

কবিতার শিরোনামঃ ভিক্ষা ও উপার্জন

ভিক্ষা ও উপার্জন bhikkha o uparjon[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভিক্ষা ও উপার্জন bhikkha o uparjon [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর

 

Amar Rabindranath Logo

 

বসুমতি, কেন তুমি এতই কৃপণা,

কত খোঁড়াখুঁড়ি করি পাই শষ্যকণা।

দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস–

কেন এ মাথার ঘাম পায়েতে বহাস।

বিনা চাষে শষ্য দিলে কী তাহাতে ক্ষতি?

শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী,

আমার গৌরব তাহে সামান্যই বাড়ে,

তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

 

ভিক্ষা ও উপার্জন bhikkha o uparjon[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore

আরও পরুনঃ

মন্তব্য করুন