Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ভিখারি bhikhari [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ভিখারি

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কল্পনা [ ১৯৫২ ]

কবিতার শিরনামঃ ভিখারি

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভিখারি bhikhari [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ভৈরবী । একতালা

ওগো   কাঙাল, আমারে কাঙাল করেছ,

             আরো কি তোমার চাই?

ওগো   ভিখা’রি, আমার ভিখা’রি, চলেছ

             কি কাতর গান গাই’?

         প্রতিদিন প্রাতে নব নব ধনে

         তুষিব তোমারে সাধ ছিল মনে

             ভিখা’রি, আমার ভিখা’রি!

হায়     পলকে সকলি সঁপেছি চরণে,

             আর তো কিছুই নাই।

ওগো   কাঙাল, আমারে কাঙাল করেছ,

             আরো কি তোমার চাই?

আমি    আমার বুকের আঁচল ঘেরিয়া

             তোমারে পরানু বাস,

আমি    আমার ভুবন শূন্য করেছি

             তোমার পুরাতে আশ।

         মম প্রাণমন যৌবন নব

         করপুটতলে পড়ে আছে তব,

             ভিখা’রি, আমার ভিখা’রি!

হায়,    আরো যদি চাও, মোরে কিছু দাও,

             ফিরে আমি দিব তাই।

ওগো   কাঙাল, আমারে কাঙাল করেছ,

             আরো কি তোমার চাই?

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version