Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

ভুলে কবিতা । bhule kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ভুলে কবিতা  [ bhule kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী  কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ ভুলে

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভুলে কবিতা । bhule kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কে আমারে যেন এনেছে ডাকিয়া,

       এসেছি ভু’লে।

তবু একবার চাও মুখপানে

        নয়ন তুলে।

দেখি, ও নয়নে নিমেষের তরে

সেদিনের ছায়া পড়ে কি না পড়ে,

সজল আবেগে আঁখিপাতা দুটি

        পড়ে কি ঢুলে।

ক্ষণেকের তরে ভুল ভাঙায়ো না,

        এসেছি ভু’লে।

বেল-কুঁড়ি দুটি করে ফুটি-ফুটি

         অধর খোলা।

মনে পড়ে গেল সেকালের সেই

         কুসুম তোলা।

সেই শুকতারা সেই চোখে চায়,

বাতাস কাহারে খুঁজিয়া বেড়ায়,

উষা না ফুটিতে হাসি ফুটে তার

        গগনমূলে।

সেদিন যে গেছে ভু’লে গেছি, তাই

        এসেছি ভু’লে।

ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে

         পড়ে না মনে,

দূরে থেকে কবে ফিরে গিয়েছিলে

          নাই স্মরণে।

শুধু মনে পড়ে হাসিমুখখানি,

লাজে বাধো-বাধো সোহাগের বাণী,

মনে পড়ে সেই হৃদয়-উছাস

         নয়ন-কূলে।

তুমি যে ভু’লেছ ভু’লে গেছি, তাই

         এসেছি ভু’লে।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কাননের ফুল, এরা তো ভোলে নি,

         আমরা ভুলি?

সেই তো ফুটেছে পাতায় পাতায়

         কামিনীগুলি।

চাঁপা কোথা হতে এনেছে ধরিয়া

অরুণকিরণ কোমল করিয়া,

বকুল ঝরিয়া মরিবারে চায়

         কাহার চুলে?

কেহ ভোলে, কেউ ভোলে না যে, তাই

         এসেছি ভুলে।

এমন করিয়া কেমনে কাটিবে

        মাধবী রাতি?

দখিনে বাতাসে কেহ নেই পাশে

        সাথের সাথি।

চারি দিক হতে বাঁশি শোনা যায়,

সুখে আছে যারা তারা গান গায়–

আকুল বাতাসে, মদির সুবাসে,

        বিকচ ফুলে,

এখনো কি কেঁদে চাহিবে না কেউ

        আসিলে ভু’লে?

আরও দেখুনঃ

সেঁজুতি কাব্যগ্রন্থ, ১৯৩৮ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর

ছুটি কবিতা | chhuti kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

গগনেন্দ্রনাথ ঠাকুর কবিতা | gogonendronath thakur kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

চলাচল কবিতা | cholachol kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পালের নৌকা কবিতা | paler nouka kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version