ভূমিকা কবিতা প্রহাসিনী | bhumika kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ভূমিকা কবিতা প্রহাসিনী [ bhumika kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নবজাতক কাব্যগ্রন্থের অংশ।

ভূমিকা

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ প্রহাসিনী

কবিতার নামঃ ভূমিকা

 

ভূমিকা কবিতা প্রহাসিনী | bhumika kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

ভূমিকা কবিতা প্রহাসিনী | bhumika kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ধূমকেতু মাঝে মাঝে হাসির ঝাঁটায়

দ্যুলোক ঝাঁটিয়ে নিয়ে কৌতুক পাঠায়

        বিস্মিত সূর্যের সভা ত্বরিতে পারায়ে–

        পরিহাসচ্ছটা ফেলে সুদূরে হারায়ে,

                 সৌর বিদূষক পায় ছুটি।

আমার জীবনকক্ষে জানি না কী হেতু,

মাঝে মাঝে এসে পড়ে খ্যাপা ধূমকেতু–

        তুচ্ছ প্রলাপের পুচ্ছ শূন্যে দেয় মেলি,

        ক্ষণতরে কৌতুকের ছেলেখেলা খেলি

                 নেড়ে দেয় গম্ভীরের ঝুঁটি।

এ জগৎ মাঝে মাঝে কোন্‌ অবকাশে

কখনো বা মৃদুস্মিত কভু উচ্চহাসে

        হেসে ওঠে, দেখা যায় আলোকে ঝলকে–

        তারা কেহ ধ্রুব নয়, পলকে পলকে

                 চিহ্ন তার নিয়ে যায় মুছে।

 

ভূমিকা কবিতা প্রহাসিনী | bhumika kobita | প্রহাসিনী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তিমির-আসনে যবে ধ্যানমগ্ন রাতি

উল্কাবরিষনকর্তা করে মাতামাতি–

        দুই হাতে মুঠা মুঠা কৌতুকের কণা

        ছড়ায় হরির লুঠ, নাহি যায় গনা,

                 প্রহর-কয়েক যায় ঘুচে।

অনেক অদ্ভুত আছে এ বিশ্বসৃষ্টিতে,

বিধাতার স্নেহ তাহে সহাস্য দৃষ্টিতে।

        তেমনি হালকা হাসি দেবতার দানে

        রয়েছে খচিত হয়ে আমার সম্মানে–

                 মূল্য তার মনে মনে জানি।

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি

হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি।

        এ নিয়ে প্রবীণ যদি করে রাগারাগি

        বিধাতার সাথে তারে করি ভাগাভাগি

        হাসিতে হাসিতে লব মানি।

রবীন্দ্রনাথ ঠাকুর

আরও দেখুনঃ

Amar Rabindranath Logo

মন্তব্য করুন