Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

মধ্যাহ্ন কবিতা । modhyanna Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মধ্যাহ্ন কবিতাটি [ modhyanna kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ মধ্যাহ্ন

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মধ্যাহ্ন কবিতা । modhyanna Kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বেলা দ্বিপ্রহর।

ক্ষুদ্র শীর্ণ নদীখানি শৈবালে জর্জর

স্থির স্রোতোহীন। অর্ধমগ্ন তরী-‘পরে

মাছরাঙা বসি, তীরে দুটি গোরু চরে

শষ্যহীন মাঠে। শান্তনেত্রে মুখ তুলে

মহিষ রয়েছে জলে ডুবি। নদীকূলে

জনহীন নৌকা বাঁধা। শূন্য ঘাটতলে

রৌদ্রতপ্ত দাঁড়কাক স্নান করে জলে

পাখা ঝটপটি। শ্যামশষ্পতটে তীরে

খঞ্জন দুলায়ে পুচ্ছ নৃত্য করি ফিরে।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

চিত্রবর্ণ পতঙ্গম স্বচ্ছ পক্ষভরে

আকাশে ভাসিয়া উড়ে, শৈবালের ‘পরে

ক্ষণে ক্ষণে লভিয়া বিশ্রাম। রাজহাঁস

অদূরে গ্রামের ঘাটে তুলি কলভাষ

শুভ্র পক্ষ ধৌত করে সিক্ত চঞ্চুপুটে।

শুষ্কতৃণগন্ধ বহি ধেয়ে আসে ছুটে

তপ্ত সমীরণ–চলে যায় বহু দূর।

থেকে থেকে ডেকে ওঠে গ্রামের কুকুর

কলহে মাতিয়া। কভু শান্ত হাম্বাস্বর,

কভু শালিখের ডাক, কখনো মর্মর

জীর্ণ অশথের, কভু দূর শূন্য-‘পরে

চিলের সুতীব্র ধ্বনি, কভু বায়ুভরে

আর্ত শব্দ বাঁধা তরণীর–মধ্যাহ্নের

অব্যক্ত করুণ একতান, অরণ্যের

স্নিগ্ধচ্ছায়া, গ্রামের সুষুপ্ত শান্তিরাশি,

মাঝখানে বসে আছি আমি পরবাসী।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

প্রবাসবিরহদুঃখ মনে নাহি বাজে;

আমি মিলে গেছি যেন সকলের মাঝে;

ফিরিয়া এসেছি যেন আদি জন্মস্থলে

বহুকাল পরে–ধরণীর বক্ষতলে

পশু পাখি পতঙ্গম সকলের সাথে

ফিরে গেছি যেন কোন্‌ নবীন প্রভাতে

পূর্বজন্মে, জীবনের প্রথম উল্লাসে

আঁকড়িয়া ছিনু যবে আকাশে বাতাসে

জলে স্থলে, মাতৃস্তনে শিশুর মতন–

আদিম আনন্দরস করিয়া শোষণ।

আরও দেখুনঃ

পাঁচদিন ভাত নেই দুধ একরত্তি কবিতা | pachdin bhat nei dudh ekrotti kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বালিশ নেই সে ঘুমোতে যায় কবিতা | balish nei se ghumote jay kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপ্ন হঠাৎ উঠল রাতে কবিতা | swopno hothat uthlo rate kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

পাবনায় বাড়ি হবে কবিতা | pabnay bari hobe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হাজারিবাগের ঝোপে হাজারটা হাই কবিতা | hajaribager hate hajarta hai kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version