মনে হল যেন [ Mone Holo Jeno ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
![মনে হল যেন [ Mone Holo Jeno ] - রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি) 2 এই নিমেষে গণনাহীন ei nimeshe gononahin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-2.jpg)
রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২২ শ্রাবণ, ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ অগাস্ট, ১৯৩৫
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ
মনে হল যেন [ Mone Holo Jeno ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
![মনে হল যেন [ Mone Holo Jeno ] - রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি) 4 এই আবরণ ক্ষয় হবে গো ei aboron khoy hobe go [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-4-2.jpg)
মনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে
মরুতীর হতে সুধাশ্যামলিম পারে॥
পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা
সকরুণ-নিবেদনের-গন্ধ ঢালা–
লজ্জা দিয়ো না তারে॥
সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,
পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।
দূরে হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে–
আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে॥
আরও দেখুন…
হৃদয়ে মন্দ্রিল ডমরু [ Hridaye Mandrila Damaru ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
আঁধার অম্বরে প্রচণ্ড [ Adhar Ambare Prachanda ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
থামাও রিমিকি-ঝিমিকি বরিষন [ Thamao Rimiki Jhimiki Barishan ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
আমি শ্রাবণ-আকাশে ওই [ Ami Shraban Akashe Oi ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)
চিত্ত আমার হারালো [ Chitta Amar Haralo ] – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রকৃতি)