মরণ রে তুঁহু , প্রেম ১৮১ | Moron re tuhu

মরণ রে তুঁহু , প্রেম ১৮১ | Moron re tuhu  রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেছিলেন।ধ্রুপদি ভারতীয় সংগীত, বাংলা লোকসংগীত ও ইউরোপীয় সংগীতের ধারা তিনটিকে আত্মস্থ করে তিনি একটি স্বকীয় সুরশৈলীর জন্ম দেন।রবীন্দ্রনাথ তার বহু কবিতাকে গানে রূপান্তরিত করেছিলেন।

মরণ রে তুঁহু , প্রেম ১৮১ | Moron re tuhu

মরণ রে তুঁহু , প্রেম ১৮১ | Moron re tuhu

রাগ: ভৈরবী-কীর্তন

তাল: মুক্তছন্দ-কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৮৮

 

মরণ রে তুঁহু , প্রেম ১৮১ | Moron re tuhu
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

মরণ রে তুঁহু:

মরণ রে, তুঁহু মম শ্যামসমান।

মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,

রক্তকমলকর, রক্ত-অধরপুট,

তাপবিমোচন করুণ কোর তব

মৃত্যু-অমৃত করে দান॥

আকুল রাধা-রিঝ অতি জরজর,

ঝরই নয়নদউ অনুখন ঝরঝর–

তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর,

তুঁহু মম তাপ ঘুচাও।

মরণ, তু আও রে আও।

ভুজপাশে তব লহ সম্বোধয়ি,

আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি,

কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি,

নীদ ভরব সব দেহ।

তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি,

রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি

হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন–

অতুলন তোঁহার লেহ।

গগন সঘন অব, তিমিরমগন ভব,

তড়িতচকিত অতি, ঘোর মেঘরব,

শালতালতরু সভয়-তবধ সব–

পন্থ বিজন অতি ঘোর।

একলি যাওব তুঝ অভিসারে,

তুঁহুঁ মম প্রিয়তম, কি ফল বিচারে–

ভয়বাধা সব অভয় মুরতি ধরি,

পন্থ দেখায়ব মোর।

ভানু ভণে — ‘অয়ি রাধা, ছিয়ে ছিয়ে

চঞ্চল চিত্ত তোহারি।

জীবনবল্লভ মরণ-অধিক সো,

অব তুঁহু দেখ বিচারি।’

 

মরণ রে তুঁহু , প্রেম ১৮১ | Moron re tuhu
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন।

 

 

আরও দেখুনঃ

মন্তব্য করুন