মেছুয়াবাজার থেকে কবিতাটি [ mechhuyabajar-theke kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
মেছুয়াবাজার থেকে
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ মেছুয়াবাজার-থেকে

মেছুয়াবাজার থেকে কবিতা | mechhuyabajar-theke kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
মেছুয়াবাজার-থেকে
পালোয়ান চারজন
পরের ঘরেতে করে
জঞ্জাল-মার্জন।
ডালায় লাগিয়ে চাপ
বাক্সো করেছে সাফ,
হঠাৎ লাগালো গুঁতো
পুলিসের সার্জন।

কেঁদে বলে, “আমাদের
নেই কোনো গার্জন,
ভেবেছিনু হেথা হয়
নৈশবিদ্যালয়–
নিখর্চা জীবিকার
বিদ্যা-উপার্জন।’
আরও দেখুনঃ