যখনি যেমনি হোক কবিতাটি [ jokhoni-jemni hok kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
যখনি যেমনি হোক
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ যখনি-যেমনি হোক
যখনি যেমনি হোক কবিতা | jokhoni jemni hok kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
যখনি-যেমনি হোক জিতেনের মর্জি
কথায় কথায় তার লাগে আশ্চর্যি।
অডিটর ছিল জিতু হিসাবেতে টঙ্ক,
আপিসে মেলাতেছিল বজেটের অঙ্ক;
শুনলে সে, গেছে দেশে রামদীন দর্জি,
শুনতে না-শুনতেই বলে “আশ্চর্যি’।
যে দোকানি গাড়ি তাকে করেছিল বিক্রি
কিছুতে দাম না পেয়ে করেছে সে ডিক্রি,
বিস্তর ভেবে জিতু উঠল সে গর্জি–
“ভারি আশ্চর্যি।
শুনলে, জামাইবাড়ি ছিল বুড়ি ঝিনাদায়,
ছ বছর মেলেরিয়া ভুগে ভুগে চিনা দায়,
সেদিন মরেছে শেষে পুরোনো সে ওর ঝি,
জিতেন চশমা খুলে বলে “আশ্চর্যি’।
আরও দেখুনঃ
- রাজা বসেছেন ধ্যানে raja bosechhen dhyane [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- কালুর খাবার শখ kalur khabar shokh [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- মন উড়ুউড়ু চোখ ঢুলুঢুলু mon uduudu chokh dhuludhulu [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ভয় নেই আমি আজ bhoy nei ami aj [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘাসে আছে ভিটামিন ghase achhe vitamin [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর