যদি আমায় তুমি , পূজা ৮০ | Jodi amay tumi

যদি আমায় তুমি , পূজা ৮০ | Jodi amay tumi  রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।

যদি আমায় তুমি , পূজা ৮০ | Jodi amay tumi

রাগ: কালাংড়া-ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১৭

 

যদি আমায় তুমি , পূজা ৮০ | Jodi amay tumi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যদি আমায় তুমি:

 

যদি আমায় তুমি বাঁচাও, তবে

তোমার নিখিল ভুবন ধন্য হবে ॥

যদি আমার মনের মলিন কালি ঘুচাও পুণ্যসলিল ঢালি

তোমার চন্দ্র সূর্য নূতন আলোয় জাগবে জ্যোতির মহোৎসবে ॥

আজও ফোটে নি মোর শোভার কুঁড়ি,

তারি বিষাদ আছে জগৎ জুড়ি।

যদি নিশার তিমির গিয়ে টুটে আমার হৃদয় জেগে ওঠে,

তবে মুখর হবে সকল আকাশ আনন্দময় গানের রবে।

 

যদি আমায় তুমি , পূজা ৮০ | Jodi amay tumi
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।

 

আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের গুগল নিউজ ফলো করুন

আরও দেখুন :

মন্তব্য করুন