Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

যে-কেহ মোরে , পূজা ৪৯৬ | Je keho more

যে-কেহ মোরে , পূজা ৪৯৬ | Je keho more  রবীন্দ্রনাথের কাব্যসাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা চিত্ররূপময়তা, অধ্যাত্মচেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতিপ্রেম, মানবপ্রেম, স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্যচেতনা, ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তবচেতনা ও প্রগতিচেতনা।রবীন্দ্রনাথের গদ্যভাষাও কাব্যিক।

যে-কেহ মোরে , পূজা ৪৯৬ | Je keho more

রাগ: কাফি

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ জ্যৈষ্ঠ, ১৩১১

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

যে-কেহ মোরে:

 

যে-কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তাঁরি পরিচয়,

সবারে আমি নমি।

যে-কেহ মোরে দিয়েছ দুখ দিয়েছ তাঁরি পরিচয়,

সবারে আমি নমি ॥

যে কেহ মোরে বেসেছ ভালো জ্বেলেছ ঘরে তাঁহারি আলো,

তাঁহারি মাঝে সবারি আজি পেয়েছি আমি পরিচয়,

সবারে আমি নমি ॥

যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে,

সবারে আমি নমি।

যা-কিছু দূরে গিয়েছে ছেড়ে টেনেছে তাঁরি পানে,

সবারে আমি নমি।

জানি বা আমি নাহি বা জানি, মানি বা আমি নাহি বা মানি,

নয়ন মেলি নিখিলে আমি পেয়েছি তাঁরি পরিচয়,

সবারে আমি নমি ॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা।

১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন। ১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুন :

Exit mobile version