রসগোল্লার লোভে কবিতাটি [ rosogollar lobhe-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
রসগোল্লার লোভে
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ রসগোল্লার-লোভে

রসগোল্লার লোভে কবিতা | rosogollar-lobhe kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রসগোল্লার-লোভে
পাঁচকড়ি মিত্তির
দিল ঠোঙা শেষ করে
বড়ো ভাই পৃথ্বির।
সইল না কিছুতেই
যকৃতের নিচুতেই
যন্ত্র বিগড়ে গিয়ে
ব্যামো হল পিত্তির।

ঠোঙাটাকে বলে, “পাজি
ময়রার কারসাজি।’
দাদার উপরে রাগে–
দাদা বলে, “চিত্তির!
পেটে যে স্মরণসভা
আপনারি কীর্তির।’
আরও দেখুনঃ