Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

রাত্রে ও প্রভাতে কবিতা । ratre o probhate kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

রাত্রে ও প্রভাতে কবিতা [ ratre o probhate kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চিত্রা 

কবিতার নামঃ রাত্রে ও প্রভাতে

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রাত্রে ও প্রভাতে কবিতা । ratre o probhate kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কালি    মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে

               কুঞ্জকাননে সুখে

   ফেনিলোচ্ছল যৌবনসুরা

               ধরেছি তোমার মুখে।

   তুমি    চেয়ে মোর আঁখি-‘পরে

   ধীরে    পাত্র লয়েছ করে,

   হেসে    করিয়াছ পান চুম্বনভরা

               সরস বিম্বাধরে,

কালি    মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে

               মধুর আবেশভরে।

      তব    অবগুণ্ঠনখানি

   আমি    খুলে ফেলেছিনু টানি,

আমি    কেড়ে রেখেছিনু বক্ষে তোমার

               কমলকোমল পাণি–

ভাবে    নিমীলিত তব যুগল নয়ন,

               মুখে নাহি ছিল বাণী।

   আমি    শিথিল করিয়া পাশ

   খুলে    দিয়েছিনু কেশরাশ,

   তব       আনমিত মুখখানি

   সুখে    থুয়েছিনু বুকে আনি–

তুমি    সকল সোহাগ সয়েছিলে, সখী,

               হাসিমুকুলিত মুখে

কালি    মধুযামিনীতে জ্যোৎস্নানিশীথে

               নবীনমিলনসুখে।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আজি    নির্মলবায় শান্ত উষায়

               নির্জন নদীতীরে

   স্নান-অবসানে শুভ্রবসনা

               চলিয়াছ ধীরে ধীরে।

   তুমি    বাম করে লয়ে সাজি

   কত    তুলিছ পুষ্পরাজি,

দূরে    দেবালয়তলে উষার রাগিণী

               বাঁশিতে উঠিছে বাজি

এই    নির্মলবায় শান্ত উষায়

               জাহ্নবীতীরে আজি।

   দেবী,    তব সিঁথিমূলে লেখা

   নব       অরুণসিঁদুররেখা,

তব    বাম বাহু বেড়ি শঙ্খবলয়

               তরুণ ইন্দুলেখা।

এ কী    মঙ্গলময়ী মুরতি বিকাশি

               প্রভাতে দিয়েছ দেখা।

   রাতে    প্রেয়সীর রূপ ধরি

   তুমি    এসেছ প্রাণেশ্বরী,

   প্রাতে    কখন দেবীর বেশে

   তুমি    সমুখে উদিলে হেসে–

আমি    সম্ভ্রমভরে রয়েছি দাঁড়ায়ে

               দূরে অবনতশিরে

আজি    নির্মলবায় শান্ত উষায়

               নির্জন নদীতীরে।

আরও দেখুনঃ

বটে আমি উদ্ধত কবিতা | bote ami uddhoto kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

থাকে সে কাহালগাঁয় কবিতা | thake se kahakgaye kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

একটা খোঁড়া ঘোড়ার পরে কবিতা | ekta khora ghorar pore kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ভোলানাথ লিখেছিল কবিতা | bholanath likhechhilo kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ননীলাল বাবু যাবে লঙ্কা কবিতা | nanilal babu jabe lonka kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version