লাজময়ী lajmayi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

লাজময়ী

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : শৈশব সঙ্গীত

কবিতার শিরনামঃ লাজময়ী

লাজময়ী lajmayi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

লাজময়ী lajmayi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

কাছে তার যাই যদি        কত যেন পায় নিধি

                            তবু হরষের হাসি ফুটে ফুটে, ফুটে না।

                      কখন বা মৃদু হেসে          আদর করিতে এসে

                            সহসা সরমে বাধে, মন উঠে উঠে না।

                      অভিমানে যাই দূরে,         কথা তার নাহি ফুরে,

                            চরণ বারণ-তরে উঠে উঠে, উঠে না।

                      কাতর নিশ্বাস ফেলি        আকুল নয়ন মেলি

                            চেয়ে থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না।

                      যখন ঘুমায়ে থাকি          মুখপানে মেলি আঁখি

                            চাহি দেখে, দেখি দেখি সাধ যেন মিটে না।

                      সহসা উঠিলে জাগি,         তখন কিসের লাগি

                            মরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না!

                      লাজময়ি তোর চেয়ে       দেখি নি লাজুক মেয়ে

                            প্রেমবরিষার স্রোতে লাজ তবু ছুটে না!

হৃদয়ের গীতধ্বনি hridayer geetidwani[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন