লীলা কবিতা [ lila Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

লীলা কবিতা [ lila Kobita ]

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]

কবিতার শিরনামঃ লী’লা 

লীলা lila [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

লীলা কবিতা [ lila Kobita ] -রবীন্দ্রনাথ ঠাকুর

আমি    শরৎশেষের মেঘের মতো

                   তোমার গগন-কোণে

    সদাই       ফিরি অকারণে।

              তুমি আমার চিরদিনের

                   দিনমণি গো–

              আজো তোমার কিরণপাতে

              মিশিয়ে দিয়ে আলোর সাথে

              দেয় নি মোরে বাষ্প ক’রে

                   তোমার পরশনি।

              তোমা হতে পৃথক হয়ে

                   বৎসর মাস গণি।

    ওগো,  এমনি তোমার ইচ্ছা যদি,

                   এমনি খেলা তব,

    তবে         খেলাও নব নব।

              লয়ে আমার তুচ্ছ কণিক

                   ক্ষণিকতা গো–

              সাজাও তারে বর্ণে বর্ণে,

              ডুবাও তারে তোমার স্বর্ণে,

              বায়ুর স্রোতে ভাসিয়ে তারে

                   খেলাও যথা-তথা।

              শূন্য আমায় নিয়ে রচ

                   নিত্যবিচিত্রতা।

 

তোমায় চিনি বলে আমি করেছি গরব tomaay chini bole aami karechhie garab [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

    ওগো,  আবার যবে ইচ্ছা হবে

                   সাঙ্গ কোরো খেলা

    ঘোর         নিশীথরাত্রিবেলা।

              অশ্রুধারে ঝরে যাব

                   অন্ধকারে গো–

              প্রভাতকালে রবে কেবল

              নির্মলতা শুভ্রশীতল,

              রেখাবিহীন মুক্ত আকাশ

                   হাসবে চারি ধারে।

              মেঘের খেলা মিশিয়ে যাবে

                   জ্যোতিসাগরপারে।

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন