সংসারে তুমি রাখিলে , পূজা ১০৭ | Shongshare tumi rakhile

সংসারে তুমি রাখিলে , পূজা ১০৭ | Shongshare tumi rakhile  রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

সংসারে তুমি রাখিলে , পূজা ১০৭ | Shongshare tumi rakhile

রাগ: ইমনকল্যাণ

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০৭

সংসারে তুমি রাখিলে:

সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে

সেই ঘরে রব সকল দুঃখ ভুলিয়া।

করুণা করিয়া নিশিদিন নিজ করে

রাখিয়ো তাহার একটি দুয়ার খুলিয়া ॥

মোর সব কাজে মোর সব অবসরে

সে দুয়ার রবে তোমারি প্রবেশ তরে,

সেথা হতে বায়ু বহিবে হৃদয় ‘পরে

চরণ হইতে তব পদধূলি তুলিয়া ॥

যত আশ্রয় ভেঙে ভেঙে যায়, স্বামী,

এক আশ্রয়ে রহে যেন চিত লাগিয়া।

যে অনলতাপ যখনি সহিব আমি

এক নাম বুকে বার বার দেয় দাগিয়া।

যবে দুখদিনে শোকতাপ আসে প্রাণে

তোমারি আদেশ বহিয়া যেন সে আনে,

পরুষ বচন যতই আঘাত হানে

সকল আঘাতে তব সুর উঠে জাগিয়া ॥

 

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত মোট গানের সংখ্যা ২২৩২।তার গানের কথায় উপনিষদ্‌, সংস্কৃত সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও বাউল দর্শনের প্রভাব সুস্পষ্ট। অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (হিন্দুস্তানি ও কর্ণাটকি উভয় প্রকার) ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, টপ্পা, তরানা, ভজন ইত্যাদি ধারার সুর এবং সেই সঙ্গে বাংলার লোকসঙ্গীত, কীর্তন, রামপ্রসাদী, পাশ্চাত্য ধ্রুপদি সঙ্গীত ও পাশ্চাত্য লোকগীতির প্রভাব লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন