Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

সজনি সজনি রাধিকালো sajani sajani radhika lo [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সজনি সজনি রাধিকালো

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : ভানুসিংহ ঠাকুরের পদাবলী

কবিতার শিরনামঃ সজনি সজনি-রাধিকালো

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সজনি সজনি রাধিকালো sajani sajani radhika lo [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সজনি সজনি রাধিকা লো

দেখ অবহুঁ চাহিয়া,

মৃদুলগম শ্যাম আওয়ে

মৃদুল গান গাহিয়া।

পিনহ ঝটিত কুসুমহার,

পিনহ নীল আঙিয়া।

সুন্দরী সিন্দূর দেকে

সীঁথি করহ রাঙিয়া।

সহচরি সব নাচ নাচ

মিলন-গীতি গাও রে,

চঞ্চল মঞ্জীর-রাব

কুঞ্জগগন ছাও রে।

সজনি অব উজার মঁদির

কনকদীপ জ্বালিয়া,

সুরভি করহ কুঞ্জভবন

গন্ধসলিল ঢালিয়া।

মল্লিকা চমেলী বেলি

কুসুম তুলহ বালিকা,

গাঁথ যূথি, গাঁথ জাতি,

গাঁথ বকুল-মালিকা।

তৃষিতনয়ন ভানুসিংহ

কুঞ্জপথম চাহিয়া

মৃদুল গমন শ্যাম আওয়ে,

মৃদুল গান গাহিয়া।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version