Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

সত্য ২ sotyo 2 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

সত্য ২

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ সত্য-২

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সত্য ২ sotyo 2 [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

জ্বালায়ে আঁধার শূন্যে কোটি রবি শশী

দাঁড়ায়ে রয়েছ একা অসীমসুন্দর।

সুগভীর শান্ত নেত্র রয়েছে বিকশি,

চিরস্থির শুভ্র হাসি, প্রসন্ন অধর।

আনন্দে আঁধার মরে চরণ পরশি,

লাজ ভয় লাজে ভয়ে মিলাইয়া যায়–

আপন মহিমা হেরি আপনি হরষি

চরাচর শির তুলি তোমাপানে চায়।

আমার হৃদয়দীপ আঁধার হেথায়,

ধূলি হতে তুলি এরে দাও জ্বালাইয়া–

ওই ধ্রুবতারাখানি রেখেছ যেথায়

সেই গগনের প্রান্তে রাখো ঝুলাইয়া।

চিরদিন জেগে রবে নিবিবে না আর,

চিরদিন দেখাইবে আঁধারের পার।

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

Exit mobile version