Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

সভাতলে ভুঁয়ে কবিতা | sobhatole bhuye kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সভাতলে ভুঁয়ে কবিতাটি [ sobhatole bhuye-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

সভাতলে ভুঁয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ সভাতলে-ভুঁয়ে

 

সভাতলে ভুঁয়ে কবিতা | sobhatole bhuye kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

   সভাতলে-ভুঁয়ে

            কাৎ হয়ে শুয়ে

        নাক ডাকাইছে সুল্‌তান,

            পাকা দাড়ি নেড়ে

            গলা দিয়ে ছেড়ে

        মন্ত্রী গাহিছে মূলতান।

এত উৎসাহ দেখি গায়কের

জেদ হল মনে সেনানায়কের–

কোমরেতে এক ওড়না জড়িয়ে

   নেচে করে সভা গুলতান।

        ফেলে সব কাজ

          বরকন্দাজ

   বাঁশিতে লাগায় ভুল তান।

 

Exit mobile version