Site icon Amar Rabindranath [ আমার রবীন্দ্রনাথ ] GOLN

সর্দিকে সোজাসুজি কবিতা | sordike sojasuji kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সর্দিকে সোজাসুজি কবিতাটি [ sordike-sojasuji kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

সর্দিকে সোজাসুজি

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ সর্দিকে-সোজাসুজি

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সর্দিকে সোজাসুজি কবিতা | sordike-sojasuji kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সর্দিকে-সোজাসুজি

সর্দি ব’লেই বুঝি

     মেডিকেল বিজ্ঞান না শিখে।

ডাক্তার দেয় শিষ,

টাকা নিয়ে পঁয়ত্রিশ

ভাবনায় গেল ঘুম,

ওষুধের লাগে ধুম,

     শঙ্কা লাগালো পারিভাষিকে।

আমি পুরাতন পাপী,

শুনেই কাঁপি,

     ডরিনেকো সাদাসিধে ফাঁসিকে।

শূন্য তবিল যবে,

বলে “পাঁচনেই হবে’–

     চেতাইল এ ভারতবাসীকে।

নর্‌স্‌কে ঠেকিয়ে দূরে

যাই বিক্রমপুরে,

     সহায় মিলিল খাঁদুমাসিকে।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Exit mobile version