সীমা কবিতা [ Seema Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

সীমা কবিতা [ Seema Kobita ]

রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]

কবিতার শিরনামঃ সীমা 

সীমা seema Rabindranath Tagore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

সীমা কবিতা [ Seema Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর

সেটুকু তোর অনেক আছে

                   যেটুকু তোর আছে খাঁটি,

            তার চেয়ে লোভ করিস যদি

                   সকলি তোর হবে মাটি।

                   একমনে তোর একতারাতে

                   একটি যে তার সেইটে বাজা,

            ফুলবনে তোর একটি কুসুম

                   তাই নিয়ে তোর ডালি সাজা।

            যেখানে তোর বেড়া সেথায়

                   আনন্দে তুই থামিস এসে,

            যে কড়ি তোর প্রভুর দেওয়া

                   সেই কড়ি তুই নিস রে হেসে।

            লোকের কথা নিস নে কানে,

                   ফিরিস নে আর হাজার টানে,

            যেন রে তোর হৃদয় জানে

                   হৃদয়ে তোর আছেন রাজা–

            একতারাতে একটি যে তার

                   আপন মনে সেইটি বাজা।

 

চিরকাল একি লীলা গো chirokal eki lila go [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন